ফোঁড়া
রোগের কারণ—রক্ত দূষণ এবং শরীরের ঠিকমত যত্ন না নেওয়ায় ফোঁড়া হয়।
রোগের লক্ষণ—হঠাৎ হঠাৎ এক জায়গা গােল শক্ত চাকা হয়ে লে ওঠে। তারপর ঐ জায়গায় প্রচণ্ড ব্যথা হয় এবং টন্ করতে থাকে। তাতে পুঁজ জমে। পুঁজ না বের হওয়া পর্যন্ত যন্ত্রণা থাকে এবং তার শঙ্কায় সামান্য জ্বর হয়।
রোগের চিকিৎসা—তোকমা একটা ভিজে ন্যাকড়ায় লাগিয়ে তা ফোড়ার উপরে দিলে ফোড়া ফেটে যায়। অ্যান্টিবায়োটিক অয়েল লাগালেও ফোড়া ফেটে পুঁজ বেড়িয়ে যায়।
পথ্য—টক জাতীয় জিনিস ও যে সব খাদ্যে এলার্জি হয় তা ছাড়া সব খাবেন।
0 Comments