উত্তরঃ গাঢ় H,SO,-কে অদৃশ্য কালি বলে। একটি কাঠির ছুঁচোলাে দিক লঘু H,SO, এ ডুবিয়ে কাগজের ওপর কিছু লেখা হল। কিছুক্ষণ পরে কাগজটি শুকিয়ে গেলে লেখাগুলি অদৃশ্য হয়ে যায়। এবার কাগজটিকে আগুনের তাপে ধরলে কালাে অক্ষরের লেখাগুলি ফুটে ওঠে। কারণ, তপ্ত অবস্থায় H,SO, কাগজের লিখিত অংশের জলীয় উপাদান শােষণ করে নেয়। ফলে ওই অংশে পড়ে থাকে শুধু কার্বন।
0 Comments