Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

নাইট্রোজেন গ্যাসের তিনটি ব্যবহার লেখাে।

 উত্তর: নাইট্রোজেন গ্যাসের ব্যবহারগুলি হল:

1. নাইট্রোজেন গ্যাসের সক্রিয়তা কম থাকায় এই গ্যাস ইলেকট্রিক বালবে এবং গ্যাস থার্মোমিটারে ব্যবহার করা হয়।

2. নাইট্রেজেন গ্যাসের পরিমণ্ডলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটানাে হয়। কোনাে কোনাে ক্ষেত্রে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রেও এই পরিমণ্ডল গড়ে তােলা হয়.

3.  দ্রুত ও অধিক পরিমাণ খাদ্য উৎপাদনের জন্য কৃষিক্ষেত্রে ব্যাপকহারে নাইট্রোজেনঘটিত যৌগ, সার হিসেবে ব্যবহৃত হয়।

Download Link

Post a Comment

0 Comments