Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বলতে কী বােঝ ?

 উত্তরঃ অতিরিক্ত পরিমাণ সালফার ট্রাইঅক্সাইড 98% সালফিউরিক অ্যাসিডে প্রবাহিত করলে যে তৈলাক্ত ধূমায়মান তরল উৎপন্ন হয়, তাকেই ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বলে। ওলিয়ামের সংকেত H2S2O4, রাসায়নিক নাম পাইরােসালফিউরিক অ্যাসিড। এতে বিভিন্ন পরিমাণ জল মিশিয়ে বিভিন্ন গাঢ়ত্বের H2SO4 উৎপন্ন করা হয়।

Download Link

Post a Comment

0 Comments