Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বিভক্তি ও অনুসর্গের পার্থক্য

১) শব্দ-বিভক্তির নিজের কোন অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে।

২) শব্দ-বিভক্তির আলাদা প্রয়ােগ নেই, কিন্তু অনুসর্গের অনেক সময় পৃথক প্রয়ােগ হয়। কে বিভক্তি, চেয়ে বা ‘চাইতে' অনুসর্গ।

 (৩) শব্দ-বিভক্তি শব্দের অন্তে প্রযুক্ত হয়ে শব্দের সঙ্গে একীভূত হয়ে যায়, কিন্তু অনুসর্গ

প্রধানত শব্দের পরে ব্যবহৃত হলেও কিছু কিছু ক্ষেত্রে শব্দের আগেও ব্যবহৃত হয়।

যেমন—“বিনা স্বদেশী ভাষা কভু মেটে কি আশা? 'বিনা মেঘে বজ্রাঘাত’, ‘বিনে শ্রীহরি কেমনে কবি নয়ন-বারি সংবরণ'। (৪) বিভক্তির প্রয়ােগে কারক ও বচন স্পষ্ট হয়, কিন্তু অনুসর্গগুলির প্রয়ােগ কারক ছাড়াও অন্য বিশেষ সম্বন্ধে বা অর্থে হয়।

অনুসর্গের প্রকারভেদঃ অনুসর্গ দু'রকম—2) শব্দজাত অনুসর্গ এবং () ক্রিয়াজাত অনুসর্গ।


Download Link

Post a Comment

0 Comments