উত্তর: কপার সালফেট দ্রবণে অ্যামােনিয়ার জলীয় দ্রবণ যােগ করলে প্রথমে ক্ষারকীয় কপার সালফেটের নীলাভ-সাদা অধঃক্ষেপ পড়ে। অতিরিক্ত অ্যামােনিয়া দ্রবণ যোগ করলে ওই অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে কিউপ্রােঅ্যামােনিয়াম সালফেট নামে একটি জটিল লবণের গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয়।
0 Comments