উত্তর: প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে, 550°C উয়তায়, 1 : 3 আয়তনিক অনুপাতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের মিশ্রণ মলিবডেনাম (Mo) চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে লৌহচূর্ণ অনুঘটকসহ উত্তপ্ত করলে অ্যামােনিয়া গ্যাস উৎপন্ন হয়। একে হেবার পদ্ধতি বলে। N2 + 3H2 =2NH, + তাপ ।
0 Comments