উত্তর: উত্তপ্ত প্যালাডিয়াম চূর্ণের ওপর দিয়ে গ্যাস মিশ্রণকে পরিচালিত করলে H2 গ্যাস সম্পূর্ণভাবে প্যালাডিয়াম কর্তৃক শােষিত হয় এবং N2 গ্যাস বেরিয়ে যায়। এই N2-কে উপযুক্ত পদ্ধতিতে সংগ্রহ করা হয়। এইবার প্যালাডিয়াম চূর্ণকে আরও উত্তপ্ত করলে অন্তপ্ত H2 গ্যাস বেরিয়ে আসে। এই H2 গ্যাসকে উপযুক্ত পদ্ধতির সাহায্যে সংগ্রহ করা হয়। এইভাবে গ্যাস দুটিকে পৃথক করা হয়।
0 Comments