Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশে কি উদ্বাস্তু সমস্যা আছে ?

 এই পুস্তিকা শুরু করা যাক একটি আশ্চর্য প্রশ্না দিয়ে যা কেউ করেন না। বাংলাদেশে কি উদ্বাস্তু সমস্যা আছে? যদি না থাকে তবে স্বাধীনতার ৭০ বছর পরেও পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা থাকছে কেন? প্রশ্নটা এজন্য করা হলাে কারণ আমরা সবাই জানি যে ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। ভারতবর্ষের পূর্ব অংশে ভাগ হলাে বাংলা প্রদেশ, ভাগ হয়ে হলাে পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তান যা এখন বাংলাদেশ। বাংলা ভাগের ফলে অনেক হিন্দুরা পশ্চিমবঙ্গে চলে আসেন আবার কিছু মুসলমানরা পূর্ব পাকিস্তানে চলে যান। এর ফলে উদ্বাস্তু সমস্যা তৈরি হয় স্বাধীনতার ৭০ বছরে পরেও পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা একটি প্রধান সমস্যা হয়ে রয়েছে। এখনাে বাংলাদেশ থেকে নিয়মিত হিন্দু উদ্বাস্তুরা আসছেন। তাহলে নিক বাংলাদেশেও উদ্বাস্তু সমস্যা রয়েছে? বাংলাদেশেও কি পশ্চিমবঙ্গ থেকে নিয়মিত মুসলমান উদ্বাস্তুরা যাচ্ছেন যা সেদেশে অনেক সমস্যা তৈরী করেছে? না, বাংলাদেশ কোন উদ্বাস্তু সমস্যা নেই।


পূর্ব পাকিস্তান বদলে বাংলাদেশ তৈরি হয়েছে ৪৫ বছর, এই ৪৫ বছরে একজন মুসলমান উদ্বাস্তুও পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যান নি। তাহলে পশ্চিমবঙ্গে কেন উদ্বাস্তু সমস্যা থেকেই যাচ্ছে? কেন পূর্ব পাকিস্তানের মতন বাংলাদেশ থেকে হিন্দুরা চলে আসছেন? এই বিষয়টির কোন সরাসরি উত্তর পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দল (বিজেপি ছাড়া) দেবে না, কোন সমাজ গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, বুদ্ধিজীবিরা আলােচনা করবে না, টিভিতে এ নিয়ে কোন আলােচনা হবে না। এক ভয়ংকর নীরবতা এই সমস্যাকে আরাে জটিল করে তুলেছে। গতসত্তর বছরে এই উপমহাদেশে ইসলামি মৌলবাদ এমন এক সমর্থক পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে যে আজকে উদ্বাস্তু সমস্যাটিকে সবাই লুকিয়ে রাখতে চান। কারণ এ নিয়ে সংবাদপত্রে টিভিতে আলােচনা হলেই বাংলাদেশে কিভাবে হিন্দুরা ইসলামি অত্যাচারে আক্রান্ত হচ্ছেন তা সবাই জেনে যাবেন। এই অবস্থার পরিবর্তন না হলে উদ্বাস্তু সমস্যা নিয়ে আমাদের আরাে অনেক দিন ভুগতে হতে পারে। সোর্স - ইন্টারনেট

Download Link

Post a Comment

0 Comments