Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

মতুয়া সমাজের নামে কিছু লােক আন্দোলন করছে কেন?

 নমশূদ্র সমাজের একটি অংশ শ্রী শ্রী হরিচাদ-গুরুচাদ প্রবর্তিত সাধনপন্থার ভক্ত এবং এইভক্ত সমাজ মতুয়াসংঘ বলে পরিচিত। মূলত পূর্ববঙ্গের অধিবাসী মতুয়ারা সেখানে ইসলামি অত্যাচারের শিকার হন এবং স্বাধীনতার সময়েই এই সমাজের তৎকালীন গুরু শ্রদ্ধেয় প্রয়াত প্রমথরঞ্জন ঠাকুর পশ্চিমবঙ্গে আশ্রয় নেন এবং এখানে মতুয়া সমাজের নতুন তীর্থক্ষেত্র ঠাকুরনগর গড়ে তােলেন। গত ৭০বছর ধরে মতুয়া সমাজ পূর্বপাকিস্তানে ও বাংলাদশে অত্যাচারিত হয়ে দলে দলে ভারতে আশ্রয় নিয়েছেন। আশ্চর্য যে এই দলিত সমাজের উপর ইসলামি সমাজের আক্রমণ নিয়ে এখানের তথাকথিত দলিত আন্দোলনের লােকেরা কোন কথা বলেন না। এটা অত্যন্ত লজ্জার যে সমাজের মানুষদের সর্বস্বান্ত হতে হয়েছে, তাদের নারীদের বারবার লাঞ্ছিত হতে হয়েছে যাদের হাতে, সেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের পক্ষে মতুয়া সমাজের নামে আন্দোলন শুরু করেছেন কিছু মানুষ। এদের মতুয়া সমাজ থেকে বিচ্ছিন্ন করুন। সোর্স - ইন্টারনেট।

Download Link

Post a Comment

0 Comments